আর প্রভু তাঁর হাতে এহুদার বাদশাহ্ যিহোয়াকীমকে এবং আল্লাহ্র গৃহের কতকগুলো পাত্র তুলে দিলেন; আর তিনি সেগুলো শিনিয়র দেশে তাঁর দেবালয়ে নিয়ে গেলেন; এবং পাত্রগুলো তাঁর দেবতার ভাণ্ডার-গৃহে রাখলেন।