3. কেননা আগে আমরাও নির্বোধ, অবাধ্য, ভ্রান্ত, নানা রকম অভিলাষের ও সুখভোগের গোলাম, হিংসা ও বিদ্বেষে কালক্ষেপকারী, ঘৃণার ও পরস্পর দ্বেষকারী ছিলাম।
4. কিন্তু যখন আমাদের নাজাতদাতা আল্লাহ্র দয়ার স্বভাব এবং মানবজাতির প্রতি মহব্বত প্রকাশিত হল,
5. তখন তিনি আমাদের কৃত ধর্মকর্মের জন্য নয়, কিন্তু তাঁর করুণা অনুসারে, নতুন জন্মের গোসল ও পাক-রূহের নতুনীকরণ দ্বারা আমাদেরকে নাজাত করলেন,
6. সেই রূহ্কে তিনি আমাদের নাজাতদাতা ঈসা মসীহ্ দ্বারা আমাদের উপরে প্রচুররূপে ঢেলে দিলেন;