জাকারিয়া 9:15-17 কিতাবুল মোকাদ্দস (BACIB)

15. বাহিনীগণের মাবুদ তাদেরকে রক্ষা করবেন, তাতে তারা গ্রাস করবে ও ফিঙ্গার পাথরগুলো পদতলে দলিত করবে; আর তারা পান করবে এবং আঙ্গুর-রসে মাতাল লোকের মত আওয়াজ করবে; আর তারা বড় পানপাত্রের মত পূর্ণ হবে, কোরবানগাহ্‌র কোণের মত হবে।

16. আর সেদিন তাদের আল্লাহ্‌ মাবুদ তাদেরকে তাঁর লোক হিসেবে ভেড়ার পালের মত উদ্ধার করবেন, বস্তুত তারা মুকুটস্থ মণির মত তাঁর দেশে চাক্‌চিক্যবিশিষ্ট হবে।

17. আঃ! তাদের কেমন মঙ্গল ও কেমন শোভা! শস্য যুবকদেরকে ও নতুন আঙ্গুর-রস যুবতীদেরকে সতেজ করবে।

জাকারিয়া 9