সেদিন মাবুদ জেরুশালেম-নিবাসীদেরকে রক্ষা করবেন; আর সেদিন তাদের মধ্যে যে হোঁচট খেল, সেও দাউদের মত হবে এবং দাউদের কুল আল্লাহ্র মত, মাবুদের যে ফেরেশতা তাদের অগ্রগামী, তাঁর মত হবে।