জাকারিয়া 11:1-4 কিতাবুল মোকাদ্দস (BACIB)

1. হে লেবানন, তোমার দ্বারগুলো খুলে দাও, আগুন তোমার এরস গাছগুলো গ্রাস করুক।

2. হে দেবদারু, হাহাকার কর, কেননা এরস গাছ পড়ে গেল, সেরা গাছগুলো নষ্ট হল; হে বাশনের অলোন গাছগুলো হাহাকার কর, কেননা দুর্গম বন ভূমিসাৎ হল।

3. ভেড়ার রাখালদের হাহাকার-ধ্বনি! কারণ তাদের গৌরব নষ্ট হল; যুবা সিংহদের গর্জন-ধ্বনি! কেননা জর্ডানের শোভাস্থান নষ্ট হল।

4. আমার আল্লাহ্‌ মাবুদ এই কথা বললেন, তুমি জবেহ্‌ হবার জন্য যে মেষের পাল ঠিক হয়ে আছে তাদের চরাও;

জাকারিয়া 11