জবুর শরীফ 98:1-4 কিতাবুল মোকাদ্দস (BACIB)

1. তোমরা মাবুদের উদ্দেশে নতুন গজল গাও,কেননা তিনি অনেক অলৌকিক কাজ করেছেন;তাঁর ডান হাত ও তাঁর পবিত্র বাহু তাঁর পক্ষে বিজয় সাধন করেছে।

2. মাবুদ তাঁর বিজয়ের কথা জানিয়েছেন,তিনি জাতিদের দৃষ্টিগোচরে তাঁর ধর্মশীলতা প্রকাশ করেছেন।

3. তিনি ইসরাইল-কুলের পক্ষে তাঁর অটল মহব্বত ও বিশ্বস্ততা স্মরণ করেছেন;দুনিয়ার সমস্ত প্রান্ত আমাদের আল্লাহ্‌র বিজয় দেখেছে।

4. সমস্ত দুনিয়া! মাবুদের উদ্দেশে জয়ধ্বনি কর;উচ্চধ্বনি কর, আনন্দগান কর, প্রশংসা গাও।

জবুর শরীফ 98