9. কেননা, হে মাবুদ, তুসি সমস্ত দুনিয়ার উপরে সর্বশক্তিমান,তুমি সমস্ত দেবতা থেকে অতিশয় উন্নত।
10. মাবুদের তাদের মহব্বত করেন যারা নাফরমানীকে ঘৃণা করে;তিনি তাঁর ভক্তদের প্রাণ রক্ষা করেন,দুষ্টদের হাত থেকে তাদেরকে উদ্ধার করেন।
11. আলো বর্ষণ করা হয়েছে ধার্মিকের জন্য,আর সরলচিত্তদের জন্য আনন্দ।
12. হে ধার্মিকেরা, মাবুদে আনন্দ কর,তাঁর পবিত্র নামের শুকরিয়া কর।