3. আগুন তাঁর অগ্রভাগ্রে গমন করে,চারদিকে তাঁর দুশমনদেরকে পুড়িয়ে ফেলে।
4. তাঁর বিদ্যুৎ জগৎকে দেদীপ্যমান করলো;দুনিয়া তা দেখলো, কেঁপে উঠলো।
5. পর্বতগুলো মোমের মত গলে গেল,মাবুদের সাক্ষাতে, সমস্ত দুনিয়ার প্রভুর সাক্ষাতে।
6. বেহেশত তাঁর ধর্মশীলতা তবলিগ করেছে,এবং সমস্ত জাতি তাঁর গৌরব দেখেছে ।
7. লজ্জিত হোক সেই সকলে,যারা খোদাই-করা মূর্তির সেবা করে,যারা মূল্যহীন মূর্তির গর্ব করে;হে দেবতারা! সকলে তাঁকে সেজ্দা কর।
8. সিয়োন শুনে আনন্দিত হল,এহুদার কন্যারা উল্লসিত হল,হে মাবুদ, তোমার বিচারগুলোর জন্য।
9. কেননা, হে মাবুদ, তুসি সমস্ত দুনিয়ার উপরে সর্বশক্তিমান,তুমি সমস্ত দেবতা থেকে অতিশয় উন্নত।
10. মাবুদের তাদের মহব্বত করেন যারা নাফরমানীকে ঘৃণা করে;তিনি তাঁর ভক্তদের প্রাণ রক্ষা করেন,দুষ্টদের হাত থেকে তাদেরকে উদ্ধার করেন।
11. আলো বর্ষণ করা হয়েছে ধার্মিকের জন্য,আর সরলচিত্তদের জন্য আনন্দ।
12. হে ধার্মিকেরা, মাবুদে আনন্দ কর,তাঁর পবিত্র নামের শুকরিয়া কর।