1. মাবুদ রাজত্ব করেন! দুনিয়া উল্লসিত হোক,দ্বীপগুলো আনন্দ করুক;
2. মেঘ ও অন্ধকার তাঁর চারদিকে বিদ্যমান,ধর্মশীলতা ও ন্যায়বিচার তাঁর সিংহাসনের ভিত্তিমূল।
3. আগুন তাঁর অগ্রভাগ্রে গমন করে,চারদিকে তাঁর দুশমনদেরকে পুড়িয়ে ফেলে।
4. তাঁর বিদ্যুৎ জগৎকে দেদীপ্যমান করলো;দুনিয়া তা দেখলো, কেঁপে উঠলো।
5. পর্বতগুলো মোমের মত গলে গেল,মাবুদের সাক্ষাতে, সমস্ত দুনিয়ার প্রভুর সাক্ষাতে।
6. বেহেশত তাঁর ধর্মশীলতা তবলিগ করেছে,এবং সমস্ত জাতি তাঁর গৌরব দেখেছে ।
7. লজ্জিত হোক সেই সকলে,যারা খোদাই-করা মূর্তির সেবা করে,যারা মূল্যহীন মূর্তির গর্ব করে;হে দেবতারা! সকলে তাঁকে সেজ্দা কর।
8. সিয়োন শুনে আনন্দিত হল,এহুদার কন্যারা উল্লসিত হল,হে মাবুদ, তোমার বিচারগুলোর জন্য।
9. কেননা, হে মাবুদ, তুসি সমস্ত দুনিয়ার উপরে সর্বশক্তিমান,তুমি সমস্ত দেবতা থেকে অতিশয় উন্নত।