জবুর শরীফ 96:6-10 কিতাবুল মোকাদ্দস (BACIB)

6. গৌরব ও মহিমা তাঁর অগ্রবর্তী;শক্তি ও শোভা তাঁর পবিত্র স্থানে বিদ্যমান।

7. হে জাতিদের গোষ্ঠীগুলো, মাবুদের ঘোষণা কর,মাবুদের গৌরব ও শক্তি ঘোষণা কর।

8. মাবুদের নামের গৌরব ঘোষণা কর,নৈবেদ্য সঙ্গে নিয়ে তাঁর প্রাঙ্গণে এসো।

9. পবিত্র শোভায় মাবুদকে সেজ্‌দা কর;সমস্ত দুনিয়া! তাঁর সাক্ষাতে কেঁপে ওঠো।

10. জাতিদের মধ্যে বল, মাবুদ রাজত্ব করেন;জগৎও অটল, তা বিচলিত হবে না;তিনি ন্যায়ে জাতিদের বিচার করবেন।

জবুর শরীফ 96