জবুর শরীফ 96:1-7 কিতাবুল মোকাদ্দস (BACIB)

1. তোমরা মাবুদের উদ্দেশে নতুন গজল গাও;সমস্ত দুনিয়া! মাবুদের উদ্দেশে গজল গাও।

2. মাবুদের উদ্দেশে গজল গাও,তাঁর নামের শুকরিয়া কর,প্রতিদিন তাঁর উদ্ধার ঘোষণা কর।

3. তবলিগ কর জাতিদের মধ্যে তাঁর গৌরব,সমস্ত লোক-সমাজে তাঁর অলৌকিক কর্মগুলো।

4. কেননা মাবুদ মহান ও অতি প্রশংসনীয়,তিনি সমস্ত দেবতার চেয়ে ভয়াবহ।

5. কেননা জাতিদের সমস্ত দেবতা মূর্তিমাত্র,কিন্তু মাবুদ আসমানের নির্মাতা;

6. গৌরব ও মহিমা তাঁর অগ্রবর্তী;শক্তি ও শোভা তাঁর পবিত্র স্থানে বিদ্যমান।

7. হে জাতিদের গোষ্ঠীগুলো, মাবুদের ঘোষণা কর,মাবুদের গৌরব ও শক্তি ঘোষণা কর।

জবুর শরীফ 96