8. নিজ নিজ অন্তর কঠিন করো না, যেমন মরীবায়,যেমন মরুভূমির মধ্যে মঃসার দিনে করেছিলে।
9. তখন তোমাদের পূর্বপুরুষেরা আমার পরীক্ষা করলো,আমার বিচার করলো, আমার কর্মও দেখল।
10. চল্লিশ বছর পর্যন্ত আমি সেই জাতির প্রতি অসন্তুষ্ট ছিলাম,আমি বলেছিলাম, এরা ভ্রান্ত অন্তরের লোক;এরা আমার পথ জানল না।
11. অতএব আমি আমার ক্রোধে শপথ করলাম,এরা আমার বিশ্রামস্থানে প্রবেশ করবে না।