জবুর শরীফ 95:4-8 কিতাবুল মোকাদ্দস (BACIB)

4. দুনিয়ার গভীর স্থানগুলো তাঁর হস্তগত,পর্বতমালার চূড়াগুলোও তাঁরই।

5. সমুদ্র তাঁর, তিনিই তা নির্মাণ করেছেন,তাঁরই হাত শুকনো ভূমি গঠন করেছে।

6. এসো, আমরা সেজ্‌দা করি, প্রণত হই,আমাদের নির্মাতা মাবুদের সাক্ষাতে জানু পাতি।

7. কেননা তিনিই আমাদের আল্লাহ্‌,আমরা তাঁর চরাণির লোক ও তাঁর হস্তের মেষ।আহা! আজই তোমরা তাঁর কণ্ঠস্বর শোন!

8. নিজ নিজ অন্তর কঠিন করো না, যেমন মরীবায়,যেমন মরুভূমির মধ্যে মঃসার দিনে করেছিলে।

জবুর শরীফ 95