2. আমরা প্রশংসা-গজল সহ তাঁর সম্মুখে গমন করি,কাওয়ালী দ্বারা তাঁর উদ্দেশে জয়ধ্বনি করি।
3. কেননা মাবুদ মহান আল্লাহ্,তিনি সমুদয় দেবতার উপরে মহান বাদশাহ্।
4. দুনিয়ার গভীর স্থানগুলো তাঁর হস্তগত,পর্বতমালার চূড়াগুলোও তাঁরই।
5. সমুদ্র তাঁর, তিনিই তা নির্মাণ করেছেন,তাঁরই হাত শুকনো ভূমি গঠন করেছে।
6. এসো, আমরা সেজ্দা করি, প্রণত হই,আমাদের নির্মাতা মাবুদের সাক্ষাতে জানু পাতি।
7. কেননা তিনিই আমাদের আল্লাহ্,আমরা তাঁর চরাণির লোক ও তাঁর হস্তের মেষ।আহা! আজই তোমরা তাঁর কণ্ঠস্বর শোন!
8. নিজ নিজ অন্তর কঠিন করো না, যেমন মরীবায়,যেমন মরুভূমির মধ্যে মঃসার দিনে করেছিলে।
9. তখন তোমাদের পূর্বপুরুষেরা আমার পরীক্ষা করলো,আমার বিচার করলো, আমার কর্মও দেখল।
10. চল্লিশ বছর পর্যন্ত আমি সেই জাতির প্রতি অসন্তুষ্ট ছিলাম,আমি বলেছিলাম, এরা ভ্রান্ত অন্তরের লোক;এরা আমার পথ জানল না।
11. অতএব আমি আমার ক্রোধে শপথ করলাম,এরা আমার বিশ্রামস্থানে প্রবেশ করবে না।