জবুর শরীফ 94:8-16 কিতাবুল মোকাদ্দস (BACIB)

8. হে লোকদের মধ্যবর্তী নরপশুরা, বিবেচনা কর;হে নির্বোধেরা, কবে তোমাদের সুবুদ্ধি হবে?

9. যিনি কান সৃষ্টি করেছেন, তিনি কি শুনবেন না?যিনি চোখ গঠন করেছেন, তিনি কি দেখবেন না?

10. যিনি জাতিগুলোর শিক্ষাদাতা, তিনি কি ভর্ৎসনা করবেন না?তিনিই তো মানবজাতিকে জ্ঞান শিক্ষা দেন।

11. মাবুদ মানুষের কল্পনাগুলো জানেন,সেই সকল তো শ্বাসমাত্র।

12. সুখী সেই ব্যক্তি, যাকে তুমি শাসন কর,হে মাবুদ, যাকে তুমি তোমার শরীয়ত থেকে শিক্ষা দাও,

13. যেন তুমি তাকে বিপদ কাল থেকে বিশ্রাম দাও,দুষ্টের জন্য যতদিন কূপ খনন করা না হয়।

14. কারণ মাবুদ তাঁর লোকদেরকে দূর করবেন না,তাঁর অধিকার পরিত্যাগ করবেন না।

15. রাজশাসন ফিরে ধার্মিকতার কাছে আসবে;সরলচিত্ত সকলে তার অনুগামী হবে।

16. কে আমার পক্ষে হয়ে দুরাচারদের বিরুদ্ধে উঠবে?কে আমার পক্ষে দুর্বৃত্তদের বিরুদ্ধে দাঁড়াবে?

জবুর শরীফ 94