জবুর শরীফ 94:8-12 কিতাবুল মোকাদ্দস (BACIB)

8. হে লোকদের মধ্যবর্তী নরপশুরা, বিবেচনা কর;হে নির্বোধেরা, কবে তোমাদের সুবুদ্ধি হবে?

9. যিনি কান সৃষ্টি করেছেন, তিনি কি শুনবেন না?যিনি চোখ গঠন করেছেন, তিনি কি দেখবেন না?

10. যিনি জাতিগুলোর শিক্ষাদাতা, তিনি কি ভর্ৎসনা করবেন না?তিনিই তো মানবজাতিকে জ্ঞান শিক্ষা দেন।

11. মাবুদ মানুষের কল্পনাগুলো জানেন,সেই সকল তো শ্বাসমাত্র।

12. সুখী সেই ব্যক্তি, যাকে তুমি শাসন কর,হে মাবুদ, যাকে তুমি তোমার শরীয়ত থেকে শিক্ষা দাও,

জবুর শরীফ 94