জবুর শরীফ 94:4-10 কিতাবুল মোকাদ্দস (BACIB)

4. তারা অনর্থক কথা বলছে, সগর্বে কথা বলছে,দুর্বৃত্তরা সকলে নিজের বিষয়ে গর্ব করছে।

5. হে মাবুদ, তোমার লোকদেরকেই তারা চূর্ণ করছে,তোমার অধিকারকে দুঃখ দিচ্ছে।

6. তারা বিধবা ও প্রবাসীকে হত্যা করছে;এতিমদেরকে মেরে ফেলছে।

7. তারা বলছে, মাবুদ দেখবেন না,ইয়াকুবের আল্লাহ্‌ বিবেচনা করবেন না।

8. হে লোকদের মধ্যবর্তী নরপশুরা, বিবেচনা কর;হে নির্বোধেরা, কবে তোমাদের সুবুদ্ধি হবে?

9. যিনি কান সৃষ্টি করেছেন, তিনি কি শুনবেন না?যিনি চোখ গঠন করেছেন, তিনি কি দেখবেন না?

10. যিনি জাতিগুলোর শিক্ষাদাতা, তিনি কি ভর্ৎসনা করবেন না?তিনিই তো মানবজাতিকে জ্ঞান শিক্ষা দেন।

জবুর শরীফ 94