জবুর শরীফ 94:22-23 কিতাবুল মোকাদ্দস (BACIB)

22. কিন্তু মাবুদ আমার উঁচু দুর্গ হয়েছেন,আমার আল্লাহ্‌ আমার আশ্রয়-শৈল হয়েছেন।

23. তিনি তাদের অধর্ম তাদেরই উপরে বর্তিয়েছেন,তাদের দুষ্টতায় তাদেরকে উচ্ছিন্ন করবেন;মাবুদ, আমাদের আল্লাহ্‌, তাদেরকে উচ্ছিন্ন করবেন।

জবুর শরীফ 94