16. কে আমার পক্ষে হয়ে দুরাচারদের বিরুদ্ধে উঠবে?কে আমার পক্ষে দুর্বৃত্তদের বিরুদ্ধে দাঁড়াবে?
17. মাবুদ যদি আমার সাহায্য না করতেন,আমার প্রাণ শীঘ্র নিঃশব্দ-স্থানে বসতি করতো।
18. যখন আমি বলতাম, আমার চরণ বিচলিত হল,তখন, হে মাবুদ, তোমার অটল মহব্বত আমাকে সুস্থির রাখত।
19. আমার আন্তরিক ভাবনার বৃদ্ধিকালেতোমার দেওয়া সান্ত্বনা আমার প্রাণকে আহ্লাদিত করে।
20. নাফরমানীর সিংহাসন কি তোমার সখা হতে পারে,যা আইন দ্বারা জুলুম রচনা করে?
21. তারা ধার্মিকের প্রাণের বিরুদ্ধে দল বাঁধে,নির্দোষের রক্তকে দোষী করে।
22. কিন্তু মাবুদ আমার উঁচু দুর্গ হয়েছেন,আমার আল্লাহ্ আমার আশ্রয়-শৈল হয়েছেন।
23. তিনি তাদের অধর্ম তাদেরই উপরে বর্তিয়েছেন,তাদের দুষ্টতায় তাদেরকে উচ্ছিন্ন করবেন;মাবুদ, আমাদের আল্লাহ্, তাদেরকে উচ্ছিন্ন করবেন।