জবুর শরীফ 94:1-5 কিতাবুল মোকাদ্দস (BACIB)

1. হে মাবুদ, তুমি প্রতিফলদাতা আল্লাহ্‌,হে প্রতিফলদাতা আল্লাহ্‌, দেদীপ্যমান হও।

2. উঠ, হে দুনিয়ার বিচারকর্তা,অহঙ্কারী লোকদেরকে অপকারের প্রতিফল দাও।

3. দুষ্টরা কত কাল, হে মাবুদ,দুষ্টরা কত কাল উল্লাস করবে?

4. তারা অনর্থক কথা বলছে, সগর্বে কথা বলছে,দুর্বৃত্তরা সকলে নিজের বিষয়ে গর্ব করছে।

5. হে মাবুদ, তোমার লোকদেরকেই তারা চূর্ণ করছে,তোমার অধিকারকে দুঃখ দিচ্ছে।

জবুর শরীফ 94