7. দুর্বৃত্তরা যখন ঘাসের মত অঙ্কুরিত হয়,অধর্মচারী সকলে যখন উন্নতি লাভ করে,তখন তা তাদের হয়ে থাকে চির-বিনাশের জন্য।
8. কিন্তু হে মাবুদ, তুমি অনন্তকাল ঊর্ধ্ববাসী।
9. কেননা, দেখ, তোমার দুশমনেরা,হে মাবুদ, দেখ, তোমার দুশমনেরা বিনষ্ট হবে;দুর্বৃত্তরা সকলে ছিন্নভিন্ন হবে।
10. কিন্তু তুমি আমার মাথা বন্য ষাঁড়ের শিংগুলোর মত উন্নত করেছ;আমি নব তেলে অভিষিক্ত হয়েছি।
11. আর আমার চোখ আমার দুশমনদের পরিণতি নিরীক্ষণ করেছে;আমার কান আমার বিরোধী দুরাচারদের পরিণতির কথা শুনতে পেয়েছে।
12. ধার্মিক লোক তালতরুর মত উৎফুল্ল হবে,সে লেবাননের এরস গাছের মত বাড়বে।