6. নরপশু জানে না, নির্বোধ তা বোঝে না।
7. দুর্বৃত্তরা যখন ঘাসের মত অঙ্কুরিত হয়,অধর্মচারী সকলে যখন উন্নতি লাভ করে,তখন তা তাদের হয়ে থাকে চির-বিনাশের জন্য।
8. কিন্তু হে মাবুদ, তুমি অনন্তকাল ঊর্ধ্ববাসী।
9. কেননা, দেখ, তোমার দুশমনেরা,হে মাবুদ, দেখ, তোমার দুশমনেরা বিনষ্ট হবে;দুর্বৃত্তরা সকলে ছিন্নভিন্ন হবে।
10. কিন্তু তুমি আমার মাথা বন্য ষাঁড়ের শিংগুলোর মত উন্নত করেছ;আমি নব তেলে অভিষিক্ত হয়েছি।
11. আর আমার চোখ আমার দুশমনদের পরিণতি নিরীক্ষণ করেছে;আমার কান আমার বিরোধী দুরাচারদের পরিণতির কথা শুনতে পেয়েছে।
12. ধার্মিক লোক তালতরুর মত উৎফুল্ল হবে,সে লেবাননের এরস গাছের মত বাড়বে।
13. যারা মাবুদের গৃহে রোপিত,তারা আমাদের আল্লাহ্র প্রাঙ্গণে উৎফুল্ল হবে।
14. তারা বৃদ্ধ বয়সেও ফল উৎপন্ন করবে,তারা সরস ও তেজস্বী হবে;