2. খুব ভোরে তোমার অটল মহব্বত,ও প্রতিরাত্রে তোমার বিশ্বস্ততা তবলিগ করা উত্তম,
3. দশতন্ত্রী ও নেবলযন্ত্র সহকারে,গম্ভীর বীণা-ধ্বনি সহকারে।
4. কেননা, হে মাবুদ, তুমি তোমার কাজ দ্বারা আমাকে আহ্লাদিত করেছ;আমি তোমার হস্তকৃত সমস্ত কাজে জয়ধ্বনি করবো।
5. হে মাবুদ, তোমার সমস্ত কাজ কেমন মহৎ।তোমার সমস্ত সঙ্কল্প অতি গভীর।
6. নরপশু জানে না, নির্বোধ তা বোঝে না।