9. ‘হাঁ, মাবুদ, তুমিই আমার আশ্রয়’।তুমি সর্বশক্তিমানকে তোমার বাসস্থান করেছ;
10. তোমার কোন বিপদ ঘটবে না,কোন উৎপাত তোমার তাঁবুর কাছে আসবে না।
11. কারণ তিনি তাঁর ফেরেশতাদেরকে তোমার বিষয়ে হুকুম দেবেন,যেন তাঁরা তোমার সমস্ত পথে তোমাকে রক্ষা করেন।
12. তাঁরা তোমাকে হাতে করে তুলে নেবেন,যেন তোমার চরণে পাথরের আঘাত না লাগে।