3. তুমি মানুষকে ধূলিতে ফিরিয়ে থাক,বলে থাক, বনি-আদমেরা, ফিরে যাও।
4. কেননা হাজার বছর তোমার দৃষ্টিতে যেন গতকাল,তা তো চলে গেছে, আর যেন রাতের এক প্রহর মাত্র।
5. তুমি তাদেরকে যেন বন্যায় ভাসিয়ে নিয়ে যাচ্ছ, তারা স্বপ্নের মত;খুব ভোরে তারা ঘাসের মত বেড়ে উঠে।
6. খুব ভোরে ঘাস গজিয়ে উঠে ও বেড়ে উঠে,সন্ধ্যাবেলা তা কেটে ফেলে ও তা শুকিয়ে যায়।
7. কেননা তোমার ক্রোধে আমরা ক্ষয় পাই,তোমার কোপে আমরা ভীষণ ভয় পাই।
8. তুমি রেখেছ আমাদের অপরাধগুলো তোমার সাক্ষাতে,আমাদের গুপ্ত বিষয়গুলো তোমার উপস্থিতির আলোতে।
9. কেননা তোমার ক্রোধে আমাদের সকল দিন বয়ে যায়,আমরা নিজ নিজ বছর নিশ্বাসের মত শেষ করি।