6. দুশমনরা শেষ হয়েছে, চিরতরে উৎসন্ন হয়েছে;তুমি সমস্ত নগর ধ্বংস করেছ;তাদের নাম পর্যন্ত মুছে গেছে।
7. কিন্তু মাবুদ চিরকাল সমাসীন থাকবেন;তিনি বিচারার্থে তাঁর সিংহাসন স্থাপন করেছেন।
8. আর তিনিই ধর্মশীলতায় দুনিয়ার বিচার করবেন,ন্যায়ে জাতিদের শাসন করবেন।
9. আর মাবুদ হবেন ক্লিষ্টের জন্য উঁচু দুর্গ,সঙ্কটের সময়ে সুউচ্চ দুর্গ।
10. যারা তোমার নাম জানে,তারা তোমার উপর ভরসা রাখবে;কেননা হে মাবুদ,তুমি তোমার অন্বেষণকারীদেরকে পরিত্যাগ কর নি।
11. তোমরা সিয়োন-নিবাসী মাবুদের প্রশংসা গাও;জাতিদের মধ্যে তাঁর সমস্ত কাজের কথা জানাও।
12. কেননা যিনি রক্তপাতের অনুসন্ধান করেন,তিনি নিহতদেরকে স্মরণ করেন;তিনি দুঃখীদের কান্না ভুলে যান না;
13. হে মাবুদ, আমার প্রতি রহম কর;বিদ্বেষী লোক হতে আমার যে দুঃখ ঘটে, তা দেখ,তুমিই মৃত্যুদ্বার থেকে আমাকে তুলে আন;
14. এজন্য আমি তোমার সমস্ত প্রশংসা তবলিগ করবো;সিয়োন-কন্যার তোরণদ্বারগুলোতে,আমি তোমার উদ্ধারে উল্লাস করবো।