4. কেননা তুমি আমার বিচার ও ঝগড়া নিষ্পন্ন করেছ,তুমি সিংহাসনে বসে ধার্মিকতার বিচার করেছ।
5. তুমি জাতিদেরকে ভর্ৎসনা করেছ, দুষ্টকে সংহার করেছ,তুমি অনন্তকালের জন্য তাদের নাম লোপ করেছ।
6. দুশমনরা শেষ হয়েছে, চিরতরে উৎসন্ন হয়েছে;তুমি সমস্ত নগর ধ্বংস করেছ;তাদের নাম পর্যন্ত মুছে গেছে।
7. কিন্তু মাবুদ চিরকাল সমাসীন থাকবেন;তিনি বিচারার্থে তাঁর সিংহাসন স্থাপন করেছেন।
8. আর তিনিই ধর্মশীলতায় দুনিয়ার বিচার করবেন,ন্যায়ে জাতিদের শাসন করবেন।
9. আর মাবুদ হবেন ক্লিষ্টের জন্য উঁচু দুর্গ,সঙ্কটের সময়ে সুউচ্চ দুর্গ।
10. যারা তোমার নাম জানে,তারা তোমার উপর ভরসা রাখবে;কেননা হে মাবুদ,তুমি তোমার অন্বেষণকারীদেরকে পরিত্যাগ কর নি।
11. তোমরা সিয়োন-নিবাসী মাবুদের প্রশংসা গাও;জাতিদের মধ্যে তাঁর সমস্ত কাজের কথা জানাও।