জবুর শরীফ 9:17-20 কিতাবুল মোকাদ্দস (BACIB)

17. দুষ্টেরা পাতালে ফিরে যাবে,যেসব জাতি আল্লাহ্‌কে ভুলে যায়, তারাও যাবে।

18. কারণ দরিদ্র নিয়ত বিস্মৃতির পাত্র থাকবে না,দুঃখীদের আশা চিরতরে বিনষ্ট হবে না।

19. হে মাবুদ, উঠ; মানুষ প্রবল না হোক,তোমার সাক্ষাতে জাতিরা বিচার যেন পায়।

20. হে মাবুদ, তাদেরকে ভয় দেখাও;জাতিরা জানুক যে, তারা মানুষমাত্র।[সেলা।]

জবুর শরীফ 9