জবুর শরীফ 9:13-19 কিতাবুল মোকাদ্দস (BACIB)

13. হে মাবুদ, আমার প্রতি রহম কর;বিদ্বেষী লোক হতে আমার যে দুঃখ ঘটে, তা দেখ,তুমিই মৃত্যুদ্বার থেকে আমাকে তুলে আন;

14. এজন্য আমি তোমার সমস্ত প্রশংসা তবলিগ করবো;সিয়োন-কন্যার তোরণদ্বারগুলোতে,আমি তোমার উদ্ধারে উল্লাস করবো।

15. জাতিরা নিজেদের কৃত খাতে তলিয়ে গেছে;তারা গোপনে যে জাল পেতেছিল,তাতে তাদেরই পা জড়িয়ে গেছে।

16. মাবুদ নিজের পরিচয় দিয়েছেন;তিনি বিচার সাধন করেছেন;নিজের কাজে নিজেই আবদ্ধ হয়েছে।[হিগায়োন। সেলা।]

17. দুষ্টেরা পাতালে ফিরে যাবে,যেসব জাতি আল্লাহ্‌কে ভুলে যায়, তারাও যাবে।

18. কারণ দরিদ্র নিয়ত বিস্মৃতির পাত্র থাকবে না,দুঃখীদের আশা চিরতরে বিনষ্ট হবে না।

19. হে মাবুদ, উঠ; মানুষ প্রবল না হোক,তোমার সাক্ষাতে জাতিরা বিচার যেন পায়।

জবুর শরীফ 9