1. আমি সর্বান্তঃকরণে মাবুদের শুকরিয়া আদায় করবো,তোমার সমস্ত অলৌকিক কাজ বর্ণনা করবো।
2. আমি তোমাতে আনন্দ ও উল্লাস করবো;হে সর্বশক্তিমান, আমি তোমার নামের প্রশংসা গাইব।
3. যখন আমার দুশমনেরা ফিরে যায়,তখন তোমার সাক্ষাতে উচোট খায় ও বিনষ্ট হয়।
4. কেননা তুমি আমার বিচার ও ঝগড়া নিষ্পন্ন করেছ,তুমি সিংহাসনে বসে ধার্মিকতার বিচার করেছ।
5. তুমি জাতিদেরকে ভর্ৎসনা করেছ, দুষ্টকে সংহার করেছ,তুমি অনন্তকালের জন্য তাদের নাম লোপ করেছ।
6. দুশমনরা শেষ হয়েছে, চিরতরে উৎসন্ন হয়েছে;তুমি সমস্ত নগর ধ্বংস করেছ;তাদের নাম পর্যন্ত মুছে গেছে।
7. কিন্তু মাবুদ চিরকাল সমাসীন থাকবেন;তিনি বিচারার্থে তাঁর সিংহাসন স্থাপন করেছেন।
8. আর তিনিই ধর্মশীলতায় দুনিয়ার বিচার করবেন,ন্যায়ে জাতিদের শাসন করবেন।