জবুর শরীফ 89:50-52 কিতাবুল মোকাদ্দস (BACIB)

50. হে মালিক, তোমার গোলামদের প্রতি কৃত তিরস্কার স্মরণ কর,আমি বলবান জাতিগুলোর তিরস্কার নিজের বক্ষঃস্থলে বহন করি।

51. হে মাবুদ, তোমার দুশমনেরা তিরস্কার করেছে,তোমার অভিষিক্ত লোকের পদচিহ্নকে তিরস্কার করেছে।

52. মাবুদ ধন্য হোন, চিরকালের জন্য!আমিন, আমিন।

জবুর শরীফ 89