জবুর শরীফ 89:40-47 কিতাবুল মোকাদ্দস (BACIB)

40. তুমি তাঁর সমস্ত বেড়া ভেঙ্গে ফেলেছ,তাঁর সমস্ত দুর্গ ধ্বংস করেছ।

41. পথিকেরা সকলে তাঁর দ্রব্য লুট করে;তিনি প্রতিবেশীদের তিরস্কারের পাত্র হয়েছেন।

42. তুমি তাঁর বিপক্ষদের ডান হাত উঁচু করেছ,তাঁর সমস্ত দুশমনকে আনন্দিত করেছ।

43. হ্যাঁ, তুমি তাঁর তলোয়ারের ধার অকার্যকর করেছ,যুদ্ধে তাঁকে দাঁড়াতে দাও নি।

44. তুমি তাঁকে তেজোহীন করেছ,তাঁর সিংহাসন ভূমিতে নিক্ষেপ করেছ।

45. তুমি তাঁর যৌবনকাল সংক্ষিপ্ত করেছ।লজ্জায় তাঁকে আচ্ছন্ন করেছ।[সেলা।]

46. হে মাবুদ, কত কাল নিত্য লুকিয়ে থাকবে?কত কাল তোমার ক্রোধ আগুনের মত জ্বলবে?

47. স্মরণ কর, আমি কেমন ক্ষণস্থায়ী;তুমি মানুষকে কেমন অসারতার জন্য সৃষ্টি করেছ!

জবুর শরীফ 89