35. আমি আমার পবিত্রতায় একবার শপথ করেছি,দাউদের কাছে কখনও মিথ্যা বলবো না।
36. তার বংশ চিরকাল থাকবে,তার সিংহাসন আমার সাক্ষাতে সূর্যের মত হবে।
37. তা চাঁদের মত চিরকাল অটল থাকবে;আকাশের বিশ্বস্ত সাক্ষীর মত থাকবে।[সেলা।]
38. কিন্তু তুমিই পরিত্যাগ ও অগ্রাহ্য করেছ,তোমার অভিষিক্ত লোকের প্রতি ক্রুদ্ধ হয়েছ।