জবুর শরীফ 89:30-34 কিতাবুল মোকাদ্দস (BACIB)

30. তার সন্তানেরা যদি আমার ব্যবস্থা ত্যাগ করে,ও আমার অনুশাসন অনুসারে না চলে;

31. যদি আমার সমস্ত বিধি লঙ্ঘন করে,ও আমার সমস্ত হুকুম পালন না করে;

32. তবে আমি অপরাধের জন্য দণ্ড দ্বারা তাদের শাস্তি দেব,অধর্মের জন্য নানা ভাবে আঘাত করবো;

33. তবুও তা থেকে আমার অটল মহব্বত হরণ করবো না,আমার বিশ্বস্ততায় মিথ্যা বলবো না।

34. আমি আমার নিয়ম ব্যর্থ করবো না,আমার মুখনির্গত কালাম অন্যথা করবো না।

জবুর শরীফ 89