13. তোমার বাহু পরাক্রম-বিশিষ্ট,তোমার হাত শক্তিমান, তোমার ডান হাত সুউচ্চ।
14. ধর্মশীলতা ও ন্যায়বিচার তোমার সিংহাসনের ভিত্তিমূল;অটল মহব্বত ও বিশ্বস্ততা তোমার অগ্রগামী।
15. সুখী সেই লোকেরা, যারা সেই আনন্দধ্বনি জানে,হে মাবুদ, তারা তোমার উপস্থিতির আলোতে গমনাগমন করে।
16. তারা সমস্ত দিন তোমার নামে উল্লাস করে,তারা তোমার ধর্মশীলতায় উন্নত হয়;
17. যেহেতু তুমিই তাদের ক্ষমতার শোভা,আর তোমার অনুগ্রহে আমাদের মাথা উন্নত হবে।
18. কেননা আমাদের ঢাল মাবুদ,আমাদের বাদশাহ্ ইসরাইলে পবিত্রতম।