11. আসমান তোমার, দুনিয়াও তোমার;দুনিয়া ও তার সমস্ত বস্তু তোমারই হাতে স্থাপিত।
12. তুমিই উত্তর ও দক্ষিণ দিকের সৃষ্টি করেছ;তাবোর ও হর্মোণ তোমার নামে আনন্দধ্বনি করে।
13. তোমার বাহু পরাক্রম-বিশিষ্ট,তোমার হাত শক্তিমান, তোমার ডান হাত সুউচ্চ।
14. ধর্মশীলতা ও ন্যায়বিচার তোমার সিংহাসনের ভিত্তিমূল;অটল মহব্বত ও বিশ্বস্ততা তোমার অগ্রগামী।
15. সুখী সেই লোকেরা, যারা সেই আনন্দধ্বনি জানে,হে মাবুদ, তারা তোমার উপস্থিতির আলোতে গমনাগমন করে।
16. তারা সমস্ত দিন তোমার নামে উল্লাস করে,তারা তোমার ধর্মশীলতায় উন্নত হয়;
17. যেহেতু তুমিই তাদের ক্ষমতার শোভা,আর তোমার অনুগ্রহে আমাদের মাথা উন্নত হবে।
18. কেননা আমাদের ঢাল মাবুদ,আমাদের বাদশাহ্ ইসরাইলে পবিত্রতম।
19. একবার তুমি নিজের বিশ্বস্ত এক জন গোলামকে দর্শন দিয়ে কথা বলেছিলে,বলেছিলে, আমি সাহায্য করার ভার এক জন বীরের হাতে তুলে দিয়েছি,আমি লোকদের মধ্যে মনোনীত এক জনকে উন্নত করেছি।
20. আমার গোলাম দাউদকেই পেয়েছি,আমার পবিত্র তেলে তাকে অভিষিক্ত করেছি।
21. আমার হাত তার দৃঢ় সহায় হবে,আমার বাহু তাকে বলবান করবে।
22. দুশমন তার প্রতি জুলুম করতে পারবে না,নাফরমানীর সন্তান তাকে দুঃখ দিতে পারবে না।
23. আমি তার দুশমনদেরকে তার সম্মুখে চূর্ণ করবো,তার বিদ্বেষিদেরকে আঘাত করবো।
24. কিন্তু আমার বিশ্বস্ততা ও অটল মহব্বত তার সঙ্গে থাকবে,আমার নামে তার মাথা উন্নত হবে।
25. আর আমি স্থাপন করবো তার হাত সমুদ্রের উপরে,তার ডান হাত নদ-নদীর উপরে।
26. সে আমাকে ডেকে বলবে, তুমি আমার পিতা,আমার আল্লাহ্ ও আমার উদ্ধারের শৈল।
27. আবার আমি তাকে প্রথমজাত করবো,দুনিয়ার বাদশাহ্দের থেকে সর্বোচ্চ করে নিযুক্ত করবো।