6. তুমি আমাকে নিম্নতম গর্তে রেখেছ,অন্ধকারে ও গভীর স্থানে রেখেছ।
7. আমার উপরে তোমার ক্রোধ চেপে আছে,তুমি তোমার সমস্ত তরঙ্গ দ্বারা আমাকে দুঃখার্ত করেছ। [সেলা।]
8. তুমি আমার আত্মীয়দের আমা থেকে দূরে রেখেছ,তাদের কাছে আমাকে নিতান্ত ঘৃণার পাত্র করেছ;আমি অবরুদ্ধ, বাইরে আসতে পারি না।
9. আমার চোখ দুঃখে নিস্তেজ হয়েছে,আমি প্রতিদিন তোমাকে ডেকেছি,হে মাবুদ, তোমার দিকে অঞ্জলি প্রসারণ করেছি।