5. আর সিয়োনের বিষয়ে বলা যাবে,এই ব্যক্তি এবং ঐ ব্যক্তি ওর মধ্যে জন্মগ্রহণ করলো,এবং সর্বশক্তিমান নিজেই সেটি অটল করবেন।
6. মাবুদ যখন জাতিদের নাম লেখেন, তখন গণনা করলেন,এই ব্যক্তি সেখানে জন্মগ্রহণ করলো।[সেলা।]
7. গায়কেরা ও নর্তকেরা বলবে,আমার সমস্ত ফোয়ারা তোমার মধ্যে।