2. হে মাবুদ, আমার মুনাজাতে কান দাও,আমাকে উত্তর দাও, কেননা আমি দুঃখী ও দরিদ্র।
2. আমার প্রাণ রক্ষা কর, কেননা আমি তোমার ভক্ত;হে আমার আল্লাহ্, তোমাতে নির্ভরকারী তোমার গোলামকে তুমিই উদ্ধার কর।
3. হে মালিক, আমার প্রতি রহম কর,কেননা আমি সমস্ত দিন তোমাকে ডাকি।
4. নিজের গোলামের প্রাণ আনন্দিত কর,কেননা, হে মালিক, আমি তোমার উদ্দেশে আমার প্রাণ কোরবানী করি।