জবুর শরীফ 85:7-13 কিতাবুল মোকাদ্দস (BACIB)

7. হে মাবুদ, তোমার অটল মহব্বত আমাদেরকে দেখাও,আর তোমার উদ্ধার আমাদের প্রদান কর।

8. আল্লাহ্‌ মাবুদ যা বলবেন, আমি তা শোনব;কেননা তিনি তাঁর লোকদের,তাঁর বিশ্বস্ত লোকদের কাছে শান্তির কথা বলবেন;কিন্তু তারা যেন পুনর্বার মূর্খতায় ফিরে না যায়।

9. সত্যিই তাঁর উদ্ধার তাদেরই নিকটবর্তী,যারা তাঁকে ভক্তিপূর্ণ ভয় করে,যেন আমাদের দেশে গৌরব বাস করতে পায়।

10. অটল মহব্বত ও বিশ্বস্ততা পরসপর মিলিত হল,ধার্মিকতা ও শান্তি পরসপর চুম্বন করলো।

11. ভূমি থেকে সত্যের অঙ্কুর উঠে,বেহেশত থেকে ধার্মিকতা হেঁট হয়ে দৃষ্টিপাত করেছে।

12. নিশ্চয় মাবুদ মঙ্গল প্রদান করবেন,আর আমাদের দেশ ফল প্রদান করবে।

13. ধার্মিকতা তাঁর আগে আগে চলবে,তাঁর পদক্ষেপের জন্য পথ প্রস্তুত করবে।

জবুর শরীফ 85