2. তুমি নিজের লোকদের অপরাধ মাফ করেছ,তুমি তাদের সমস্ত গুনাহ্ আচ্ছাদন করেছ। [সেলা।]
3. তুমি তোমার সমস্ত ক্রোধ সম্বরণ করেছ,তুমি নিজের কোপের প্রচণ্ডতা থেকে ফিরিয়েছ।
4. হে আমাদের উদ্ধারের আল্লাহ্, আমাদেরকে ফিরাও,আমাদের প্রতি তোমার অসন্তোষ নিবৃত্ত কর।
5. আমাদের উপরে কি চিরকাল ক্রুদ্ধ থাকবে?তুমি কি বংশ পরম্পরায় ক্রোধ রাখবে?
6. তুমিই কি আবার আমাদের সঞ্জীবিত করবে না,যেন তোমার লোকেরা তোমাতে আনন্দ করে?
7. হে মাবুদ, তোমার অটল মহব্বত আমাদেরকে দেখাও,আর তোমার উদ্ধার আমাদের প্রদান কর।