1. হে মাবুদ, তুমি তোমার দেশের প্রতি খুশি হয়েছ,তুমি ইয়াকুবের বন্দীদশা ফিরিয়েছ।
2. তুমি নিজের লোকদের অপরাধ মাফ করেছ,তুমি তাদের সমস্ত গুনাহ্ আচ্ছাদন করেছ। [সেলা।]
3. তুমি তোমার সমস্ত ক্রোধ সম্বরণ করেছ,তুমি নিজের কোপের প্রচণ্ডতা থেকে ফিরিয়েছ।
4. হে আমাদের উদ্ধারের আল্লাহ্, আমাদেরকে ফিরাও,আমাদের প্রতি তোমার অসন্তোষ নিবৃত্ত কর।