1. হে মাবুদ, তুমি তোমার দেশের প্রতি খুশি হয়েছ,তুমি ইয়াকুবের বন্দীদশা ফিরিয়েছ।
2. তুমি নিজের লোকদের অপরাধ মাফ করেছ,তুমি তাদের সমস্ত গুনাহ্ আচ্ছাদন করেছ। [সেলা।]
3. তুমি তোমার সমস্ত ক্রোধ সম্বরণ করেছ,তুমি নিজের কোপের প্রচণ্ডতা থেকে ফিরিয়েছ।
4. হে আমাদের উদ্ধারের আল্লাহ্, আমাদেরকে ফিরাও,আমাদের প্রতি তোমার অসন্তোষ নিবৃত্ত কর।
5. আমাদের উপরে কি চিরকাল ক্রুদ্ধ থাকবে?তুমি কি বংশ পরম্পরায় ক্রোধ রাখবে?
6. তুমিই কি আবার আমাদের সঞ্জীবিত করবে না,যেন তোমার লোকেরা তোমাতে আনন্দ করে?
7. হে মাবুদ, তোমার অটল মহব্বত আমাদেরকে দেখাও,আর তোমার উদ্ধার আমাদের প্রদান কর।
8. আল্লাহ্ মাবুদ যা বলবেন, আমি তা শোনব;কেননা তিনি তাঁর লোকদের,তাঁর বিশ্বস্ত লোকদের কাছে শান্তির কথা বলবেন;কিন্তু তারা যেন পুনর্বার মূর্খতায় ফিরে না যায়।
9. সত্যিই তাঁর উদ্ধার তাদেরই নিকটবর্তী,যারা তাঁকে ভক্তিপূর্ণ ভয় করে,যেন আমাদের দেশে গৌরব বাস করতে পায়।
10. অটল মহব্বত ও বিশ্বস্ততা পরসপর মিলিত হল,ধার্মিকতা ও শান্তি পরসপর চুম্বন করলো।
11. ভূমি থেকে সত্যের অঙ্কুর উঠে,বেহেশত থেকে ধার্মিকতা হেঁট হয়ে দৃষ্টিপাত করেছে।