3. সত্যি, চটকপাখি একটি বাসা পেয়েছে,খঞ্জনপাখি নিজের বাচ্চা রাখার একটি আশ্রয় পেয়েছে;তোমার কোরবানগাহ্ই সেই স্থান,হে বাহিনীগণের মাবুদ, আমার বাদশাহ্, আমার আল্লাহ্।
4. সুখী তারা, যারা তোমার বাড়িতে বাস করে,তারা সতত তোমার প্রশংসা করবে। [সেলা।]
5. সুখী সেই ব্যক্তি, যার বল তোমাতে,সিয়োনগামী রাজপথ যার হৃদয়ে রয়েছে।
6. তারা বাকা-উপত্যকা দিয়ে গমন করে,তারা তা ফোয়ারায় পরিণত করে;প্রথম বৃষ্টি তা বিবিধ মঙ্গলে ভূষিত করে।