1. হে বাহিনীগণের মাবুদ,তোমার আবাস কেমন প্রিয়!
2. আমার প্রাণ মাবুদের প্রাঙ্গণের জন্য আকাঙ্খা করে, এমন কি, মূর্চ্ছিত হয়,আমার হৃদয় ও আমার মাংস জীবন্ত আল্লাহ্র উদ্দেশে উচ্চধ্বনি করে।
3. সত্যি, চটকপাখি একটি বাসা পেয়েছে,খঞ্জনপাখি নিজের বাচ্চা রাখার একটি আশ্রয় পেয়েছে;তোমার কোরবানগাহ্ই সেই স্থান,হে বাহিনীগণের মাবুদ, আমার বাদশাহ্, আমার আল্লাহ্।
4. সুখী তারা, যারা তোমার বাড়িতে বাস করে,তারা সতত তোমার প্রশংসা করবে। [সেলা।]
5. সুখী সেই ব্যক্তি, যার বল তোমাতে,সিয়োনগামী রাজপথ যার হৃদয়ে রয়েছে।