জবুর শরীফ 83:5-11 কিতাবুল মোকাদ্দস (BACIB)

5. কারণ তারা একচিত্তে মন্ত্রণা করেছে;তারা তোমার বিরুদ্ধে নিয়ম স্থাপন করে।

6. ইদোমের সমস্ত তাঁবু ও ইসমাইলীয়রা,মোয়াবীয়রা ও হাজেরীয়রা,

7. গবাল, অম্মোন ও আমালেক,টায়ার-বাসীদের সঙ্গে ফিলিস্তিনীরা;

8. আসিরিয়রাও তাদের সঙ্গে যোগ দিয়েছে,তারা লূত-সন্তানদের বাহু হয়েছে।[সেলা।]

9. এদের প্রতি তদ্রূপ কর,যেরূপ মাদিয়ানের প্রতি করেছিলে,কীশোন নদীতে যেরূপ সীষরার ও যাবীনের প্রতি করেছিলে;

10. তারা ঐন্‌দোরে বিনষ্ট হল,ভূমির উপরে সারস্বরূপ হল।

11. তুমি এদের প্রধানবর্গকে ওরেব ও সেবের সমান কর,এদের অধিপতি সকলকে সেবহ ও সল্‌মুন্নের সমান কর।

জবুর শরীফ 83