2. কেননা, দেখ, তোমার দুশমনেরা গর্জন করছে,তোমার বিদ্বেষীরা মাথা তুলেছে।
3. তারা তোমার লোকদের বিরুদ্ধে চক্রান্ত করছে,তোমার সুরক্ষিতদের বিরুদ্ধে পরসপর মন্ত্রণা করছে।
4. তারা বলেছে, এসো, আমরা ওদেরকে উচ্ছিন্ন করি,আর জাতি থাকতে না দিই,যেন ইসরাইলের নাম আর স্মরণে না থাকে।
5. কারণ তারা একচিত্তে মন্ত্রণা করেছে;তারা তোমার বিরুদ্ধে নিয়ম স্থাপন করে।
6. ইদোমের সমস্ত তাঁবু ও ইসমাইলীয়রা,মোয়াবীয়রা ও হাজেরীয়রা,
7. গবাল, অম্মোন ও আমালেক,টায়ার-বাসীদের সঙ্গে ফিলিস্তিনীরা;
8. আসিরিয়রাও তাদের সঙ্গে যোগ দিয়েছে,তারা লূত-সন্তানদের বাহু হয়েছে।[সেলা।]
9. এদের প্রতি তদ্রূপ কর,যেরূপ মাদিয়ানের প্রতি করেছিলে,কীশোন নদীতে যেরূপ সীষরার ও যাবীনের প্রতি করেছিলে;