জবুর শরীফ 83:11-15 কিতাবুল মোকাদ্দস (BACIB)

11. তুমি এদের প্রধানবর্গকে ওরেব ও সেবের সমান কর,এদের অধিপতি সকলকে সেবহ ও সল্‌মুন্নের সমান কর।

12. এরা বলেছে, এসো,আমরা নিজেদের জন্য আল্লাহ্‌র নিবাসগুলো অধিকার করে নেই।

13. হে আমার আল্লাহ্‌, তুমি এদেরকে ঘূর্ণায়মান ধূলিকণার মত কর,বায়ুর সম্মুখস্থ শুকনো ঘাসের মত কর।

14. যেমন দাবানল বন দগ্ধ করে,যেমন আগুনের শিখা পর্বতরাজি লেহন করে;

15. তদ্রূপ তুমি এদেরকে তোমার ঝটিকায় তাড়না কর,তোমার প্রচণ্ড ঝড় দিয়ে ভীষণ ভয় দেখাও।

জবুর শরীফ 83