জবুর শরীফ 82:1-3 কিতাবুল মোকাদ্দস (BACIB)

1. আল্লাহ্‌ বেহেশতী সভায় তাঁর স্থান গ্রহণ করেছেন,তিনি দেবতাদের মধ্যে বিচার করেন।

2. তোমরা কতকাল অন্যায় বিচার করবে,ও দুষ্টলোকদের পক্ষপাতিত্ব করবে?[সেলা।]

3. দীনহীন ও এতিম লোকদের বিচার কর;দুঃখী ও নিপীড়িতদের প্রতি মত ব্যবহার কর।

জবুর শরীফ 82