জবুর শরীফ 81:1-7 কিতাবুল মোকাদ্দস (BACIB)

1. তোমরা আমাদের বলস্বরূপ আল্লাহ্‌র উদ্দেশে আনন্দধ্বনি কর,ইয়াকুবের আল্লাহ্‌র উদ্দেশে জয়ধ্বনি কর।

2. শুরু কর কাওয়ালী, বাজাও তম্বুরাবাজাও নেবল সহকারে মনোহর বীণা।

3. বাজাও তূরী অমাবস্যায়, বাজাও পূর্ণিমায়,আমাদের উৎসব দিনে।

4. কেননা তা ইসরাইলের বিধি,ইয়াকুবের আল্লাহ্‌র শাসন।

5. তিনি ইউসুফের মধ্যে এই সাক্ষ্য স্থাপন করলেন,যখন তিনি মিসর দেশের বিরুদ্ধে বের হন;আমি একটি বাণী শুনলাম, যা জানতাম না।

6. ‘আমি ওর স্কন্ধকে ভারমুক্ত করলাম,ওর হাত ঝুড়ি থেকে নিষ্কৃতি পেল।

7. তুমি সঙ্কটে ডাকলে আমি তোমাকে উদ্ধার করলাম;আমি বজ্রের অন্তরালে তোমাকে উত্তর দিলাম,মরীবার পানির কাছে তোমার পরীক্ষা করলাম। [সেলা।]

জবুর শরীফ 81